সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৪:২৬ অপরাহ্ন
ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের টিকিট না করে ট্রেন ভ্রমণকে কেন্দ্র করে ৫৫১নং মেইল ট্রেনের আরমান আলী (৩২) নামের এক অ্যাটেনডেন্সকে ট্রেন থেকে নামিয়ে সন্ত্রাসী কায়দায় পিটিয়ে জখম করেছে যাত্রী বেশ ধারী চার সন্ত্রাসী।
শুক্রবার (৩০ জুন) সকাল ৭টার দিকে শনৎনগর স্টেশনে এ ঘটনা ঘটে ।
ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় আরমান সাংবাদিকদের জানান, কয়েক দিন আগে বিনা টিকিটে রেল পথে ঢাকা থেকে শরৎনগর আাসার পথে ঐ চার জনের সাথে তার কথা কাটাকাটি হয় ।
তারা এক পর্যায়ে তাকে দেখে নেওয়া হবে বলে হুমকি দেয়।
এরই ধারাবাহিতকায় শুক্রবার ঈশ্বরদী থেকে ঢাকাগামী ৫৫১নং মেইল ট্রেনটি শরৎনগর স্টেশনে পৌছালে পূর্ব পরিকল্পিতভাবে আরমানকে ট্রেন থেকে নামিয়ে পাশের মাঠে নিয়ে লাঠি দিয়ে বেদম পেটাতে থাকে।
তার চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে আসলে তাকে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্থানীয়রা অচেতন অবস্থায় আরমানকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তিনি জ্ঞান ফিরে চারজনের কারোও নাম বলতে পারেনি।
ভাঙ্গুড়া থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, বিষয়টি তিনি শুনেছেন তবে রেলওয়ের বিষয় হওয়াতে কোন আইনী পদক্ষেপ নিতে পারছেন না।
এব্যপারে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি সাঈদ ইকবাল জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved 2020 ® newspabna.com