News Pabna
ঢাকাবৃহস্পতিবার , ২ ডিসেম্বর ২০২১

ভাঙ্গুড়ায় ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

News Pabna
ডিসেম্বর ২, ২০২১ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

বার্তাকক্ষ : পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনে রেলের মালবাহী ওয়াগনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধ হওয়ার ৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বিকালে ভাঙ্গুড়া বড়ালব্রিজ রেলস্টেশনে দুই প্লাটফর্মের মাঝে দুইটি বগি দুটি লাইনচ্যুত হওয়ায় বিচ্ছিন্ন ছিল রেল যোগাযোগ। দুর্ঘটনাকবলিত বগি দুটি ঈশ্বরদী থেকে মাল্টি টাস্কার কেআরসি ১৫০০ মডেলের একটি ক্রেন এসে পুনরায় লাইনে উঠিয়ে দেয়। রাত ১০টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে একটি মালবাহী ট্রেন প্রায় ২৫টি বগি নিয়ে ঈশ্বরদীর উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ভাঙ্গুড়া বড়ালব্রিজ রেলস্টেশনে পৌঁছলে ১৬ ও ১৭ নম্বরের দুটি বগির একটির দরজা খুলে গেলে স্টেশনের প্লাটফর্মের সঙ্গে আটকে গিয়ে একটি বগি কাত ও অপরটি লাইনচ্যুত হয়।

এ সময় এই দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়া পর্যন্ত স্টেশনের পশ্চিম পাশে ভাঙ্গুড়া রেলস্টেশনে একাধিক ঢাকাগামী ট্রেন দাঁড়িয়ে থাকে। পর সন্ধ্যা ৭টার দিকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

বড়ালব্রিজ স্টেশনের বুকিং সহকারী শফিকুল ইসলাম বলেন, উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ক্রেনবাহী ট্রেন আসতে দেরি হওয়া এবং বগি দুটি দুই প্লাটফর্মের সংকীর্ণ স্থানে পড়ে যাওয়ায় উদ্ধার কাজ দ্রুত করা যায়নি।