বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০২:১১ পূর্বাহ্ন
ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় দু’দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার (১৪ মে) পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ীকমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা এম.হোসেন আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক আলোচনাসভা উপজেলা নির্বাহী অফিসার আরিফুজজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন, পৌরমেয়র গোলাম হাসনাইন রাসেল।
আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জেড আই হিরোক, ভাঙ্গুড়াপ্রেস ক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম প্রমুখ।
© All rights reserved 2020 ® newspabna.com