বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০২:১৪ অপরাহ্ন
নদীতে গোসল করতে গিয়ে গৃহবধূর মৃত্যু
ভাঙ্গুড়া প্রতিনিধি: ভাঙ্গুড়ায় বড়াল নদে গোসল করতে গিয়ে ফাতেমা আক্তার খুশি (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের টলটলিয়াপাড়ায় বড়াল নদে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গৃহবধূ ফাতেমা সকাল ৭টায় বাড়ির পাশে বড়াল নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন।
অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পাওয়ার পর চাটমোহর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
অনেক চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা নদে ডুবে থাকা গৃহবধূকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশী আব্দুল হাই জানান, ফাতেমা ছিলেন দুই সন্তানের জননী।
এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, গৃহবধূ ফাতেমার মৃগী রোগ ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হেদায়েতুল হকও বিষয়টি নিশ্চিত করেছেন।
© All rights reserved 2020 ® newspabna.com