News Pabna
ঢাকাবৃহস্পতিবার , ২ ডিসেম্বর ২০২১

ভাঙ্গুড়ায় নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

News Pabna
ডিসেম্বর ২, ২০২১ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বেলা সাড়ে ১০ টায় বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বাকি বিল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম, অধ্যক্ষ শহিদুজ্জামান, অধ্যক্ষ সাইদুল ইসলাম, কৃষি কর্মকর্তা এনামুল হক, ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসানসহ প্রমুখ।

সভায় নবাগত ইউএনও সকলের সহযোগিতা কামনা করেন। এসময় নবাগত ইউএনও উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।