মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৯:২৩ অপরাহ্ন
ভাঙ্গুড়ায় পল্লি বিদ্যুতের সাব-স্টেশনে বিস্ফোরণ
ভাঙ্গুড়া প্রতিনিধ : আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার রোকনপুর পল্লি বিদ্যুতের সাব-স্টেশনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এসময় দাউ দাউ করে আগুণ জলে ওঠে। রোকনপুরের বান্দিারা ভয়ে দিকবিদিক ছুটতে থাকে।
অগ্নিকান্ডে স্টেশনের ২টি ভোল্টেজ রেগুলেটর পুড়ে গেছে। সাব-স্টেশনের লাইন টেকনিশিয়ান আব্দুল করিম খান জানান অগ্নিনির্বাপক ব্যবহার করে কোন কাজ না হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয় ।
আধ ঘন্টা পর দমকল বাহিনীর কর্মৗরা এসে আগুণ নিয়ন্ত্রনে আনে। ধারনা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।
জানাগেছে এই সাব-স্টেশন থেকে ১৫ মেঘাওয়াট বিদ্যুত সরবরাহ করা হয়। জেনারেল ম্যানেজার শাহ জুলফিকার হায়দার দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন দ্রুত সংস্কার কাজ চলছে ।
বিকালের মধ্যে বিদ্যুত সরবরাহ পুনরায় চালু করা যাবে বলে তিনি আশা করছেন ।
© All rights reserved 2020 ® newspabna.com