শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৬:৪৫ পূর্বাহ্ন
ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় পল্লী বিদ্যুতের একটি প্রকল্পের কর্মচারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যাক্তি এক সপ্তাহ আগে একই প্রকল্পের আরও ৫ কর্মচারীর সাথে ভাঙ্গুড়ায় আসেন।
তার গ্রামের বাড়ি কুমিল্লাতে হলেও বর্তমানে তিনি ভাঙ্গুড়া পৌর শহরের হাসপাতাল পাড়ার একটি ভাড়াবাসায় অবস্থান করছেন।
পল্লী বিদ্যুতের একটি প্রকল্পের কাজ করতে গত এক সপ্তাহ আগে কুমিল্লা থেকে ৬ সদস্যের একটি দল ভাঙ্গুড়াতে এসেছিলেন।
খবর পেয়ে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলেন।
পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠায়।
এরপর বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই ৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল উপজেলা স্বাস্থ্য বিভাগে পাঠায়।
ফলাফলে ওই কর্মচারী করোনায় শনাক্ত বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম আরও বলেন, ভাঙ্গুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত ১০ জনের মধ্যে ৯ জনই বাইরে থেকে আসা।
© All rights reserved 2020 ® newspabna.com