শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১২:২০ অপরাহ্ন
ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় পৌর ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঐতিহাসিক বড়ালব্রীজ ফুটবল খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া থানার ওসি মাসুদ রানা, ওসি (তদন্ত) নাজমুল হক, জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি,
সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান, যুগ্ম সম্পাদক মোঃ রমজান আলী খাঁন, সদর ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খাঁন, যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল, ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ ও হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক বৃন্দ।
খেলায় কুষ্টিয়া ফুটবল একাদশ ৬-১ গোলে নওগাঁ ফুটবল একাদশকে পরাজিত করে বিজয় লাভ করেন ।
© All rights reserved 2020 ® newspabna.com