রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০১:৪৯ পূর্বাহ্ন
ভাঙ্গুড়ায় বর্ষার পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভাঙ্গুড়া প্রতিনিধ: খেলতে গিয়ে বর্ষার নতুন পানিতে ডুবে আকাশ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ভাঙ্গুড়া পৌর এলাকায় আজ শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আকাশ ভাঙ্গুড়া পৌরসভার উত্তর মেন্দা এলাকার আসাদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বর্ষার পানি বৃদ্ধি পাওয়ায় আশপাশের এলাকা প্লাবিত ছিল। সবার অগোচরে শিশু আকাশ বাড়ির পাশে খেলা করতে করতে হঠাৎ বর্ষার পানিতে ডুবে যায়।
পরে পরিবারের সদস্যরা অনেক খোজাখুঁজির পরে বাড়ির পাশের ডোবা থেকে আকাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন। আকাশের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© All rights reserved 2020 ® newspabna.com