মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৮:৫৭ অপরাহ্ন
ভাঙ্গুড়ায় জনদুর্ভোগ, ব্যবহৃত হচ্ছে নৌসাঁকো
ভাঙ্গুড়া প্রতিনিধি : ভাঙ্গুড়া পৌরসভার বড়াল নদীর উপর বেইলী ব্রিজের সংস্কার কাজ দীর্ঘদিন ফেলে রাখায় এর উপর দিয়ে যানবাহন ও যাত্রী চলাচল করতে পারছে না। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
নদী পারাপারের জন্য কলেজপাড়া একটি ফুট ব্রিজ থাকলেও সেখানে প্রচন্ড যানজট তৈরি হচ্ছে। ফলে জনসাধারণের চলাচলের জন্য নদীতে নৌকার সাথে নৌকা যুক্ত করে স্থানীয় অধিবাসীরা তৈরি করেছে নৌসাঁকো।
স্থানীয় ব্যবসায়ীরা জানান প্রায় তিন মাস আগে সড়ক ও জনপথ বিভাগ ব্রিজটির সংস্কার কাজ শুরু করলেও এখনও কাজ শেষ হয়নি। একারণে তারা পণ্য সামগ্রী পারাপারের ক্ষেত্রে হয়রানী ও আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছেন।
নির্মানাধীন ব্রীজটির প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন গার্ডারের নিচের সাটার কচুরি পানার চাপে বেকে যাওয়ায় সংস্কার কাজ বিঘ্নিত হচ্ছে। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার ইঞ্জিনিয়ার মো: শামছুল আলম বলেন সেতুটি দ্রুত সংস্কারের জন্য তিনি সওজকে তাগিদ দিয়েছেন।।
© All rights reserved 2020 ® newspabna.com