সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৯:১০ পূর্বাহ্ন
ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় গত কয়েকদিনে ভারী বর্ষনে কয়েকটি বাড়ি বড়াল নদী গর্ভে বিলিন হয়ে গেছে।
উপজেলার পৌর সদরের ৩নং ওয়ার্ডের এসআর পাড়া মহল্লার বড়াল নদীর তীর এলাকায় এঘটনা ঘটে। অপরদিকে ঝুঁকিতে আছে আরও কয়েক বাড়ি।
জানা গেছে, ভাঙ্গুড়া বড়াল নদীর তীর ঘেঁষে যুগ যুগ ধরে সুখেই বসবাস করে আসছে বেশ কিছু পরিবার।
কিন্তু সেই সুখে এ বছর বাধ সাধলো বড়াল নদী। আর এ কারনে সর্বশান্ত হয়েছে বেশ কয়েকটি পরিবার।
ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো- আব্দুর রহিম, শ্যামল কুমার, শুকুর আলী, শফিকুল ইসলামের পরিবার।
এসআর পাড়ায় সরেজমিন গিয়ে দেখা যায়, বড়াল নদীর তীর ঘেঁষে বসবাসরত কয়েকটি পরিবারের বসতবাড়ি ঘড়সহ ভেঙ্গে নদীর মধ্যে চলে গেছে।
এদের মধ্যে কেউ কেউ সর্বশান্ত হয়ে অন্যত্রে চলে গেছেন। নারায়ণ চন্দ্র ও শঙ্কর বৈরাগীর বাড়ি এখনও ঝুঁকির মধ্যে রয়েছে।
অনেকে আবার নিজ উদ্যোগে ভাঙন প্রতিরোধ করতে ব্যর্থ চেষ্টা করছেন।
বর্তমানে মৌচাক সিনামা হল থেকে এসআর পাড়া রাস্তাও যেকোন সময় ভেঙ্গে বিলিন হয়ে যেতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে প্যানেল মেয়র মো. আব্দুর রহিম বলেন,‘নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে পৌরসভা থেকে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।’
© All rights reserved 2021 ® newspabna.com