শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১১:২৬ অপরাহ্ন
ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় মাধ্যমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রধান শিক্ষকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার পৌর সদরের মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল চত্বরে স্বাস্থ্য বিধি মেনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহ্যবাহী মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম। সহকারি শিক্ষক মো. আব্দুল মতিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল আলম।
অনুষ্ঠানে আরও শুভেচ্ছা বক্তব্য দেন সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, শরৎনগর সিনিয়র ফাযিল মাদ্রাসার সুপার মোঃ ইসমাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষ অফিসের প্রশিক্ষণ সমন্বয়কারী মো, সাফুজ্জামান খান, গবেষণা কর্মকর্তা মো. জসিমউদ্দীন, সহকারি পরিদর্শক মো. মোকলেছুর রহমান, একাডেমিক সুপারভাইজার রীতা রানী পাল, উপজেলার মাধ্যমিক বিদ্যালয় গুলির প্রধান শিক্ষক বৃন্দ, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের সহকারি শিক্ষকবৃন্দ।
এর আগে মুজিবর্ষ উপলক্ষ্যে পাবনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক জেলার মাধ্যমিক বিদ্যালয় গুলোর শিক্ষার মান উন্নয়নের জন্য ‘মডেল পাবনা ২০২০’ কনটেন্ট প্রজক্টরের মাধ্যমে উপস্থাপন করেন মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম।
© All rights reserved 2020 ® newspabna.com