শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৯:৩৫ পূর্বাহ্ন
ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় সাবেক কাউন্সিলরসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এসআই মোদাচ্ছের ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় ভাঙ্গুড়া সদরের মোল্লা হোটেলের পাশের একটি ঘর থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন উপজেলার হাসপাতাল পাড়ার বাসিন্দা মৃত জাফর সরদার পুত্র ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাচ্চু (৪৪), সরদার পাড়ার মৃত নওশের আলীর পুত্র সিদ্দিকুর রহমান(৪২) ও একই মহল্লার সাইদুল ইসলামের পুত্র মোতালেব হোসেন(৩৫), রাঙ্গালিয়ার গ্রামের সোহরাব উদ্দীনের পুত্র রায়হান আলী (৩৮), কাশিপুর গ্রামের মৃত গোলাম মজনুর পুত্র স্বপন আলী(৩৬)।
এসময় তাদের নিকট থেকে জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার ওসি মোঃ মাসুদ রানা বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com