শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৫:০১ পূর্বাহ্ন
ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার ঘটনার সাথে জড়িত হত্যা মামলার অন্যতম আসামী সাইদুল ইসলাম (৩৫) কে আটক করেছে পুলিশ।
শনিবার মধ্যরাতে উপজেলার অষ্টমনিষা বাজার থেকে তাকে আটক করা হয় বলে জানান ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল।
আটক সাইদুল ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা গ্রামের লারু প্রামানিকের ছেলে।
আটকের পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে উপজেলার হরিপুর গ্রামে বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্রে করে আনসার আলী (৫০) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের সন্তান শাহাদত হোসেন ৫ জনকে আসামী করে ভাঙ্গুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
© All rights reserved 2020 ® newspabna.com