রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ১০:০৮ অপরাহ্ন
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ৭ম শ্রেণির স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।
জানা গেছে, বাবার সঙ্গে অভিমান করে নিজ বাড়িার শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে মায়ের ওড়না পেঁচিয়ে সোহাগ আলী (১৩) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করে।
শুক্রবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ উপজেলার মন্ডতুষ ইউনিয়নের গজারমারা গ্রামের দিনমুজর শাহীন আলমের ছেলে। সে ভাঙ্গুড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
ভাঙ্গুড়া থানার ওসি নজরুল ইসলাম জুয়েল এ ঘটনা নিশ্চিত করে জানান, বাড়ির সবার অজান্তে নিজ শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সোহাগ।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
© All rights reserved 2020 ® newspabna.com