বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ১২:৪৮ পূর্বাহ্ন
ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ ৯ মাদক মামলার আসামী হোসেন আলী (৪৭) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ভাঙ্গুড়া পৌর-সদরের বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
হোসেন আলী ১ নং ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়ীয়া নতুন পাড়ার ইয়াছিন আলীর ছেলে ও একাধিক মাদক মামলার আসামী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুর ১২ টার দিকে এস আই নজমুল কাদের ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হোসেন আলীকে আটক করে । এসময় তার দেহ তল্লাসী করে ১০০ পিচ ইয়বা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হবে।
তার বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় আরও ৯ টি মাদকের মামলা আছে।
© All rights reserved 2020 ® newspabna.com