বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০১:৪১ পূর্বাহ্ন
ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় ও উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট পৃথকভাবে ঘোষনা করা হয়েছে।কোন ধরণের নতুন কর আরোপ ছাড়াই গত মঙ্গলবার (২০ জুন) বিকেলে পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে।
এবার বাজেটের ২০ কোটি টাকার বড় অংশই উন্নয়ন খাতে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।
এদিন বিকালে পৌর মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র গোলাম হাসনাইন রাসেল । বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২০ কোটি ৬১ লাখ ৩৮ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ১ শত ১০ টাকা। স্থিতি ধরা হয়েছে ২৯ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা।
এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব উত্তম কুমার সাহা, উপ-সহকারি প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, হিসাবরক্ষক নাজমুল হুদা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন. সচেতন নাগরিক কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং পৌর কাউন্সিলররা।
এবারের বাজেটে রাস্তাঘাট, ড্রেন নির্মান, স্যানিটেশন, বৃক্ষরোপন, পৌরসভা আলোকিতকরণ, পানি নিষ্কাশন এবং সুপেয় পানি সরবরাহ খাতে বেশী ব্যয় ধরা হয়েছে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে পর্যাপ্ত ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে।
তবে বাজেটে নতুন কোন করারোপ করা হয়নি। বাজেট ঘোষনা অনুষ্ঠান শেষে পৌরসভার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে, ভাঙ্গুড়া উপজেলা পরিষদ বুধবার (২১ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
উপজেলা পরিষদের ঘোষিত এবারের বাজেটে মোট ১ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব খাত ও বিভিন্ন উন্নয়নখাতে উদ্বৃত্ত বাজেট ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। জন অংশগ্রহণমূলক উম্মুক্ত উপজেলা পরিষদের এ বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজজামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপন, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোক, মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা পারভীন, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, উপজেলা মৎসকর্মকর্তা আব্দুল মতিন প্রমূখ।
© All rights reserved 2020 ® newspabna.com