শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১০:১৭ অপরাহ্ন
ভাঙ্গুড়া প্রতিনিধি : শুক্রবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে পাবনার ভাঙ্গুড়ায় ঐতিহ্যবাহী বড়াল ব্রীজ খেলার মাঠে পৌর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন এবং বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মোঃ মকবুল হোসেন।
ভাঙ্গুড়া পৌর সভা কর্তৃক আয়োজিত এ ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি করেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকী বিল্লাহ, ফরিদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ গোলাম হোসেন গোলাপ, সহকারি পুলিশ সুপার (চাটমোহর) সার্কেল সজীব শাহরিন, জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বয় গোলাম হাফিজ রঞ্জু ও আজিদা পারভীন পাখি,
উপজেলা বিএনপি-র সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এ্যাডঃ মজিবর রহমান ও নুর মুজাহিদ স্বপন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি সাংগঠনি সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ রমজান আলী, সাবেক ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোক, প্যানেল মোয় মোঃ আব্দুর রহিম, যুবলীগ নেতা ইবনুল হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ,পৌর সভার সচিব উত্তম কুমারসহ হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকবৃন্দ।
খেলায় টাঙ্গাইল ফুটবল একাদশ কুষ্টিয়া অনন্ডার্স ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
এই টুর্ণামেন্টে ৮ টি দল অংশ গ্রহণ করে। খেলা শেষে বিজয়ী দলকে ৬০ হাজার টাকা প্রাইজ মানি ও রার্নাস আপ দলকে ৪০ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হয়।
© All rights reserved 2020 ® newspabna.com