বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৪:৫৩ অপরাহ্ন
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। বুধবার এক বাণীতে এ শোক প্রকাশ করেন তিনি।
শোকবাণীতে মন্ত্রী বলেন, প্রমোদ মানকিন ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক এবং জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তার কর্মজীবন ও ত্যাগ বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখবে।
তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।-প্রেস বিজ্ঞপ্তি
© All rights reserved 2020 ® newspabna.com