রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ১২:১৮ অপরাহ্ন
পাবনার ভাঙ্গুড়া উপজেলার একটি ভোট কেন্দ্রের বাইরে থেকে ককটেলসহ ৫ যুবককে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের উপজেলার দিলপাশার ইউনিয়নের দিলপাশার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে থেকে আটক করা হয়। ভাঙ্গুড়া থানার ওসি আবু জাফর এ তথ্য নিশ্চিত করলেও তাদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
তবে তিনি জানান, ৫টি মোটরসাইকেলে ১০ যুবক ভোট কেন্দ্রের দিকে যাচ্ছিলো। বিজিবি সদস্যরা তাদের গতিরোধ করেন। এ সময় ৫ জন পালিয়ে যায় এবং অপর ৫ যুবককে বিজিবি আটক করেছে। তাদের কাছে কিছু ককটেল পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩১ মার্চ) পাবনা জেলার ভাঙ্গুড়া ও ফরিদপুর উজেলার ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন চলছিলো।
© All rights reserved 2020 ® newspabna.com