বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৬:৪১ অপরাহ্ন
পাবনার সুজানগর উপজেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে চতুর্থ ধাপে আগামী ৭ মে। এর মধ্যে উপজেলার দুলাই, সাতবাড়িয়া ও হাটখালী ইউনিয়নের তিন চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন নিয়ে নানা অভিযোগ করেছেন। এ সময় তাঁরা দাবি করেন, এসব অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অন্তত ১৫টি অভিযোগ দেওয়া হলেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আজ সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে তিন ইউনিয়নের তিন চেয়ারম্যান পদপ্রার্থী এসব অভিযোগ করেন। এঁরা হলেন উপজেলার দুলাই ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ও দুলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লা, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের বিদ্রোহী পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন এবং হাটখালী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ মাস্টার।
তিন চেয়ারম্যান পদপ্রার্থী অভিযোগ করে বলেন, পাবনা জেলা আওয়ামী লীগ ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের কতিপয় নেতা দলের মনোনয়ন বাণিজ্যে জড়িত। আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থীরা এলাকায় ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে এবং বাড়িঘরে হামলা চালাচ্ছে। সেই সঙ্গে ভোটারদের তারা বলে বেড়াচ্ছে, আপনারা ভোট দিলেও নৌকা জিতবে, না দিলেও নৌকা জিতবে। অতএব সাবধান হয়ে যান।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম বাচ্চু মোল্লা সংবাদ সম্মেলন চলাকালেই অভিযোগ করেন, এই মুহূর্তে (দুপুর ১টা) দুলাই বাজারে তাঁর মালিকানাধীন মার্কেটে হামলা ও ভাঙচুর চালাচ্ছেন সরকারদলীয় প্রার্থীর সমর্থকরা। তিনি বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকারি গাড়ি ব্যবহার করে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল হোসেন, মুক্তিযোদ্ধা মোক্তার আলমসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
© All rights reserved 2020 ® newspabna.com