মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০২:৩১ পূর্বাহ্ন
প্রয়াত বেনজির আহমেদের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীর সন্তান ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক প্রয়াত বেনজির আহমেদের ২য় মৃত্যুবার্ষিকী শুক্রবার (৩ জুন) মরহুমের গ্রামের বাড়ি চরমিরকামারিতে স্থানীয় যুবসমাজের উদ্যোগে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ভাষা শহীদ বিদ্যা নিকেতন স্কুলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান মিন্টু, প্রধান বক্তা ও বিশেষ অতিথি ছিলেন স্থানীয় পৌরমেয়র আবুল কালাম আজাদ মিন্টু, মহিলা উপজেলা চেয়ারম্যান ও অত্র স্কুল কমিটির সভাপতি মেহজাবিন পিয়া, ছলিমপুর ইউপি চেয়াম্যান আব্দুল মজিদ মালিথা প্রমুখসহ আরো অনেকে।
মরহুম বেনজির আহমেদ ছাত্রজীবনে প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত ছিলেন, বাংলাদেশে রাশিয়ান দুতাবাসে পদস্থ কর্মকর্তা হিসাবে দীর্ঘদিন চাকুরিও করেন। চিরকুমার এই সাংবাদিক ২০১৪ সালের ৩ জুন জটিল অসুখে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
© All rights reserved 2020 ® newspabna.com