বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১০:১৫ অপরাহ্ন
বার্তাকক্ষ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভারত সীমান্ত অতিক্রম করে মদ্যপ অবস্থায় এক বিএসএফ সদস্য অস্ত্রসহ বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করেন। এরপর স্থানীয় জনতা তাকে আটকে চাঁনশিকারী বিজিবি ক্যাম্পে হস্তান্ত করেন। আটকের ৬ ঘণ্টা পর তাকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি। শুক্রবার দুপুরের এ ঘটনায় সন্ধ্যায় তাকে ফেরত দেওয়া হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে আলিপুর বিএসএফ ক্যাম্পের সদস্য আসাদ অস্ত্রসহ মাতাল অবস্থায় ভারত সীমান্ত পার হয়ে চাঁনশিকারী বিজিবি ক্যাম্পের পশ্চিম পাশ দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তারা ওই বিএসএফ সদস্যকে আটকে চাঁনশিকারী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেন।
চাঁনশিকারী বিজিবি ক্যাম্প সূত্র জানায়, বাংলাদেশ অভ্যন্তরে জামতলা নামক স্থানের ১৯৯ এর ২এস পিলারের কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে সন্ধ্যা ৬টার দিকে ওই বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়।
সন্ধ্যায় ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি পতাকা বৈঠক নিয়ে ব্যস্ত আছেন। পরে কথা বলবেন।
© All rights reserved 2020 ® newspabna.com