শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৫:৪৭ পূর্বাহ্ন
মাওঃ কসিমুদ্দিনের ৪৫তম শাহাদত বার্ষিক আজ
শহর প্রতিনিধি : পাবনা জেলা স্কুলের হেড মাওলানা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাওলানা কসিমুদ্দিন আহমেদ এর ৪৫ তম শাহাদত বার্ষিক আজ (১০ জুন)। ১৯৭১-র এদিনে পাকিস্তানী সেনা বাহিনী তাকে নির্মমভাবে হত্যা করে। শ্রদ্ধায় ভালোবাসায় সিক্ত তাঁর অগণিত ছাত্র আজো বিদেহী রুহের মাগফেরাত কামনায় দিনটি বিশেষভাবে পালন করে থাকেন।
দিনটি পালন উপলক্ষে সাঁথিয়ার মাধপুর মাইবাড়িয়ার বধ্যভূমির শহীদ সমাধিতে ভোর থেকে কুরআনখানী ও সকাল ৯ টায় মিলাদ মাহফিলের আয়োজন করেছে শহীদ মাওলানা কসিম উদ্দিন আহমেদ ফাউন্ডেশন পাবনা শাখা। মওলানা কসিমুদ্দিন আহম্মদ বৃহত্তর পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার উল্লাপাড়ায় ১৯১৭ খ্রিস্টাব্দের ২ মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মহিউদ্দিন আহম্মদ। তাঁরা ছিলেন পাঁচ ভাই এক বোন।
© All rights reserved 2020 ® newspabna.com