রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৫:২২ অপরাহ্ন
পাবনা অফিস : আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর আয়োজনে শিশুদের বর্ণ লিখন, চিত্রাংকন, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে লাইব্রেরীর মিলনয়াতনে পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান অতিথি হিসেবে এই পুরস্কার বিতরণ করেন।
এ উপলক্ষে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবির সভাপতিত্বে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব প্রবীন সাংবাদিক আব্দুল মতীন খান।
প্রতিযোগিতায় পাবনা জেলা স্কুল, স্কয়ার হাই স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতীন খান, সাংস্কৃতিক উপ-পরিষদের আহবায়ক ও লাইব্রেরীর সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, সদস্যা রোখশানা খানম, লাইব্রেরীয়ান শহীদুল হক মানিক ও জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জরী খান সৌমি।
© All rights reserved 2021 ® newspabna.com