শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৩৪ পূর্বাহ্ন
বার্তা সংস্থা পিপ, পাবনা : ঢাকার সূত্রাপুর থেকে পাবনা মানসিক হাসপাতালে এসে মানসিক ভারসাম্যহীন ছেলেকে হারিয়ে ফেলেছেন এক অসহায় বাবা।
গতকাল সোমবার (১৫ ফেব্রুয়ারি) হেমায়েতপুর মানসিক হাসপাতালের বহির্বিভাগ থেকে ছেলেটি হারিয়ে গেছে বলে জানিয়েছেন তার পিতা।
হারিয়ে যাওয়া ছেলেটির নাম সাব্বির হোসেন (২৪)। সে ঢাকার সূত্রাপুরের মোঃ খলিলের ছেলে।
মোঃ খলিল জানান, তার ছেলে সাব্বির ২০০৮ সাল থেকে মানসিক রোগে ভুগছেন।
গত ১৫ ফেব্রুয়ারী ভোরে পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে ছেলেকে দেখানো ও ঔষধ নিতে আসেন।
দুপুর দুইটার দিকে মোঃ খলিল ছেলেকে রেখে ওষুধ উত্তোলনের লাইনে দাঁড়ালে সাব্বির সেখান থেকে চলে যায়।
ওষুধ নিয়ে ফেরার পর সাব্বিরকে সোম-মঙ্গলবার বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
সাব্বিরের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রঙ ফর্সা, মুখমন্ডল গোলাকার, মাথার চুল কালো পরনে ছিল ট্রাওজার ও কালো জ্যাকেট।
সে ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলে।
কেউ সাব্বির কে খুঁজে পেলে পাবনা সদর থানা অথবা সাব্বিরের পিতা মোঃ খলিলের সাথে (মোবাইল নাম্বার ০১৩০৩২০৯৪১৮ অথবা ০১৮৪২৪০৪১৮৬) যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সাব্বিরের পরিবার।
© All rights reserved 2021 ® newspabna.com