মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ১১:৩৩ অপরাহ্ন
বরেণ্য নাট্যকার ও বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা আর নেই।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী জানিয়েছেন, আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
পথনাটক, মঞ্চনাটকের পাশাপাশি মান্নান হীরা সরকারি অনুদানের চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ নির্মাণ করেন মান্নান হীরা। তাছাড়া ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও পরিচালনা করেন তিনি।
© All rights reserved 2020 ® newspabna.com