শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১২:১৯ পূর্বাহ্ন
বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের হুমকিদাতা হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে প্রতিহতের ঘোষণা দিয়ে চট্টগ্রাম বিমানবন্দরের প্রবেশ মুখে দুই ঘণ্টা ধরে বিক্ষোভ করেছেন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে তারা বিমানবন্দরের প্রবেশ মুখে সড়কের ওপর অবস্থান নেন। এ সময় তারা মামুনুলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করায় হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে চট্টগ্রামে প্রতিহতের ঘোষণা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে ‘জঙ্গিবাদবিরোধী ছাত্র ও যুব ঐক্য পরিষদ’ ব্যানারে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেয়া হয়।
সমাবেশে বক্তারা, মামুনুল হককে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত এবং মামুনুল হকের কুশপুতুলও দাহ করার ঘোষণা দেয়।
মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের পরিচালনায় সমাবশে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সাংবাদিক নেতা মাসুদুল হক, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, সাবেক সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন।
সমাবেশে সংহতি জানিয়ে অংশ নেন সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন শাহ, আবুল হোসেন আবু, আরশেদুল আলম বাচ্চু, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, সঞ্জয় ভৌমিক কংকন, শিবু প্রসাদ চৌধুরী, আকবর আলি আকাশ, ওসমান গনি আলমগীর, হাবিবুর রহমান তারেক, লিটন মহাজন, আজিজুর রহমান আজিজ, ফরহাদুল ইসলাম রিন্টু, মেজবাহ উদ্দিন মোরশেদ, মুসলেহ উদ্দিন আহমেদ শিবলি, আশিকুন নবী চৌধুরী, আবু সাঈদ সুমন, রাজিব হাসান রাজন, রাজেশ বড়ুয়া, শওকত আলম।
উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানবীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন, মহানগর ছাত্রলীগ নেতা নাজমুল হাসান রুমি, নোমান চৌধুরী, ইয়াছিন আরাফাত কচি, একরামুল হক রাসেল, রুমেল বড়ুয়া রাহুল, সৌমেন বড়ুয়া, মিজানুর রহমান মিজান।
এদিকে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে প্রতিহতের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেইটে অবস্থান নেবেন বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, হাটহাজারীতে আল আমিন সংস্থা নামে একটি সংগঠনের মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখার কথা রয়েছে। এর আগে ১৩ নভেম্বর শুক্রবার রাজধানীতে একটি সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে তা অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে দেশব্যাপী বিতর্কের মুখে পড়েন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় এ নেতা।
© All rights reserved 2020 ® newspabna.com