সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৩:৫৯ অপরাহ্ন
শহর প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে সারা দেশের ন্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে বৃহস্পতিবার বাদ আসর স্বাগত র্যালী বের করে।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন আ. হামিদে রোডে এসে শেষ হয়।
র্যালী শেষে আয়োজিত এক পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার সভাপতি মুফতি নাজমুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি হাফেজ মাওলানা রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বকর, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদস্য আরিফ বিল্লাহ প্রমূখ।
নেতৃবৃন্দ পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে রমজান মাসে জন সম্মুখে পানাহার পরিহার করা, খাবার দোকান পর্দা ব্যবহার করা, অশ্লীলপনা, খাদ্যে ভেজাল, সুদ ঘুষ হারাম থেকে বিরত থাকার আহবান জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার সভাপতি মুফতি নাজমুল হাসান।
© All rights reserved 2020 ® newspabna.com