শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৫:৩৯ পূর্বাহ্ন
মূলগ্রামে অগ্নিকান্ডে কৃষকের ঘর পুড়ে ছাই
চাটমোহর প্রতিনিধি : চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর গ্রামের আবু বক্কার নামের এক কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি ঘরসহ ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১৭ মে) ভোর সাড়ে ৬টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে।
এলাকাবাসীরা জানান, মঙ্গলবার ভোরে রান্না ঘরের চুলার ছাইচাপা আগুন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রথমে রান্না ঘরে ও পরে আশপাশের আরো ৩টি ঘরে মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
এসময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টারও বেশী সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে স্বক্ষম হয়।
এরমধ্যে ৪টি ঘরে থাকা সকল আসবাবপত্র, ৪৫ মন রসুন, নগদ ৭৫ হাজার টাকা, ধান-চালসহ অন্যান্য ফসলাদী, গহনা ও প্রয়োজনীয় কাগজ পত্রসহ বেশ কিছু দলিল পত্র পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডের ঘটনার পর থেকে মঙ্গলবার রাত পর্যন্ত উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি কেউই সেখানে যায়নি এবং পরিবারটির সাহায্য সহযোগীতায় কেউ এগিয়ে আসেনি।
© All rights reserved 2020 ® newspabna.com