মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৮:২৪ অপরাহ্ন
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী হকার্সলীগ পাবনা জেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক সর্দার মিঠু আহমেদ এর নেতৃত্বে এক বিশাল র্যালী পাবনা শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী হকার্সলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, জেলা হকার্স লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম নয়ন, জেলা হকার্স লীগের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নাসিম, জেলা হকার্সলীগের প্রচার সম্পাদক মোঃ সেলিম রেজা, জেলা হকার্সলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সোবাহান মাষ্টার, কার্যকারী সদস্য উজ্জল, মান্নান, দোলন, শফিক, আরিফ, আইনাল, সালাম, টুটুল, সুজন আরও অন্যান্য সদস্য বৃন্দ।-প্রেস বিজ্ঞিপ্তি
© All rights reserved 2020 ® newspabna.com