রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৪:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় মুখপাত্র, সাবেক স্বাস্থ্যমন্ত্রী , জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন (অবঃ) এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী, উপ-উপাচার্য প্রফেসরর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার খসরু পারভেজসহ পাবিপ্রবি পরিবার।
এক শোক বার্তায় উপাচার্য বলেন, মোহাম্মদ নাসিম ছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের উজ্জল নক্ষত্র। তিনি আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।
তাঁর মৃত্যুতে দেশ ও জাতীর জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। জনসেবা, দেশ ও জাতীর উন্নয়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর নাম এদেশের ইতিহাসে সোনার হরফে লেখা থাকবে।
উপাচার্য মহোদয় মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
© All rights reserved 2020 ® newspabna.com