রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৩:২০ পূর্বাহ্ন
মৌসুমি ভিক্ষুকের অত্যাচারে অতিষ্ঠ পাবনার মানুষ
শহর প্রতিনিধি : শহরে রোজার শেষদিকে এসে অহসহনীয় পর্যায়ে পৌছেছে ভিক্ষুকের অত্যাচার। ঈদকে সামনে রেখে গ্রাম থেকে মৌসুমি ভিক্ষুকরা শহর মুখি হওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। দেখে মনে হয়, শহরের মানুষের চেয়ে ভিক্ষুকের সংখ্যা বেশি। এছাড়া রাস্তার উপরে যেখানে সেখানে ভিক্ষুকরা পথ আগলে দাঁড়ায় টাকার জন্য। তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ।
সরেজমিন বৃহস্পতিবার (২৩ জুন) শহরের ঈদ মার্কেট ঘুরে দেখা গেছে, ভিক্ষুকের অহেতুক যন্ত্রণায় অনেকে বিরক্ত হচ্ছেন, তারপরেও ভিক্ষুক অনবরত বিরক্ত করে যাচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, কেউ কেউ পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভিক্ষুকদের দিয়ে ব্যবসা করাচ্ছেন। ফলে পাবনা শহরে হঠাৎ মৌসুমি ভিক্ষুকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যারা ভিক্ষুক আমদানি করেছে তারা ভিক্ষুকদের কাছ থেকে টাকার ভাগ-ভাটোয়ারাও নিচ্ছেন। ফলে মৌসুমি ভিক্ষুক নিয়ে পাবনায় কার্যকর কোনো পদক্ষেপও নেই ।
ঈদকে সামনে রেখে হঠাৎ মৌসুমি ভিক্ষুক বৃদ্ধি পাওয়ায় শহরের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ দূর্ভোগের সম্মুখীন হচ্ছে প্রতিনিয়িত। এ নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে শহর পরিকল্পনাবিদ, পৌরসভার কর্মকর্তা ও প্রশাসনের সহযোগীতা চেয়েছেন অনেকে।
© All rights reserved 2020 ® newspabna.com