বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৯:৫৯ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টিকে এদেশের মানুষের স্মৃতিতে চির অম্লান করে রাখার লক্ষ্যে তাঁর স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রতিষ্ঠিত করা হচ্ছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলামকে অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনীত করা হয়েছে।
জাতীয় পর্যায়ে উচ্চ শিক্ষা, গবেষণা, শিক্ষাক্রম ও পাঠ্যক্রম চালু করার স্বার্থে বাংলাদেশ আইন ২০১৬ (২০১৬ সালের ৩০ নং আইন) অনুযায়ী তাকে একাডেমিক কাউন্সিলের সদস্য মনোনীত করা হয়।
প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম তাকে একাডেমিক কাউন্সিলের সদস্য মনোনীত করায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর বিশ্বজিৎ ঘোষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম আরো সুন্দর, সুষ্ঠু ও দ্রতগতিতে ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন
© All rights reserved 2020 ® newspabna.com