News Pabna
ঢাকারবিবার , ৯ জানুয়ারি ২০২২

রাজবধূর জন্মদিনে নতুন ছবি

News Pabna
জানুয়ারি ৯, ২০২২ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ব্রিটিশ রাজবধূ ডাচেস অব ক্যাম্বব্রিজ কেট মিডলটনের ৪০তম জন্মদিনে নতুন ছবি প্রকাশ করা হয়েছে। রবিবার তিনটি ছবি প্রকাশ করা হয়। ছবিগুলো তুলেছেন ফ্যাশন ফটোগ্রাফার পাওলো রোভেরসি। ফটোশুটে আলেক্সান্ডার ম্যাককুইনের পোশাক পরেছিলেন কেট।

বার্কশায়ার, সেন্ট অ্যান্ড্রুজ ও অ্যাংলেসি শহরে ছবিগুলো প্রদর্শন করা হবে। এরপর তা জাতীয় পোট্রেট গ্যালারিতে স্থায়ীভাবে রেখে দেওয়া হবে।

প্রিন্সেস ডায়ানা ও প্রিন্স চার্লসের বড় ছেলে উইলিয়ামের স্ত্রী কেট বরাবরই ফ্যাশন সচেতন। ২০১১ সালে উইলিয়াম ও কেটের বিয়ে হয়। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। বাবা চার্লসের পর উইলিয়াম ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধীকারী। সে হিসেবে কেটের ব্রিটেনের ভবিষ্যৎ রানি হওয়ার সম্ভাবনা রয়েছে।