বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৩:৪৬ অপরাহ্ন
শহর প্রতিনিধি : রাসায়নিক দ্রব্য মিশিয়ে মৌসুমি ফলে পাকালে বা বাজারজাত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (৯ মে) সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ফল বাগান মালিক, ফল ব্যবসায়ীসহ সর্বস্তরের ব্যবসায়ীদের এক সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক রেখা রানী বালো এই ঘোষণা দেন।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুন্সী মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাকসুদা বেগম সিদ্দিকা, পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি মাহবুব উল আলম মুকুল, ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি সাংবাদিক এবিএম ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম,কৃষকলীগ পাবনা জেলা শাখার সভাপতি মো. শহিদুর রহমান, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তৌফিক, সহসভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, শিক্ষা বিভাগের সাবেক পরিচালক মির্জা এ কে শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় আরো বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক সরকার শফি উদ্দিন আহমেদ,ফল ব্যবসায়ী জাকারিয়া হোসেন,কলা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, বাগান মালিক নুরুল ইসলাম ও মোহরাব মল্লিক ।
এর আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান ফলে রাসায়নিক দ্রব্য মেশানোর ক্ষতিকারক দিক নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাবের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ জেবুন্নেচ্ছা ববিন।
© All rights reserved 2020 ® newspabna.com