শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১০:১৫ অপরাহ্ন
উপজেলা করেসপন্ডেন্ট : পাবনার পাকশী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত একজন রুশ নাগরিক ও প্রকল্পের বিশেষজ্ঞ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
প্রকল্পের রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান রোসেম কোম্পানিতে কর্মরত স্মালিকভ সেরগেই (৪৩) নামের ওই কর্মকর্তা বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটিতে অবস্থানরত অবস্থায় বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন।
পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে রাজশাহীর সিডিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
রোসেম কোম্পানির দোভাষী মো. মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবিরও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
© All rights reserved 2020 ® newspabna.com