শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৫:৫৬ পূর্বাহ্ন
বার্তা সংস্থা পিপ, পাবনা : করোনা সংক্রমনের বিস্তার রোধে পাবনা জেলার ৯টি উপজেলাকে তিনটি জোনে ভাগ করা হয়েছে।
এর মধ্যে পাবনা সদর ও সুজানগর উপজেলাকে রোড জোনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ দুটি উপজেলার সবচেয়ে বেশী সংক্রমিত গ্রাম, পাড়া ও মহল্লাকে শিগগির লকডাউন করা হবে বলে জানা গেছে।
পাবনার সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সুত্র জানায়, ঈশ্বরদী, আটঘড়িয়া এবং ভাঙ্গুড়া উপজেলাকে ইয়েলো জোন এবং বেড়া, সাঁথিয়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলাকে গ্রীণ জোনের অন্তভুক্ত করা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com