বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৫:০৯ অপরাহ্ন
রোটারি ক্লাব পাবনার উদ্যোগে ইফতার
শহর প্রতিনিধি : রোটারি ক্লাব অব পাবনার উদ্যোগে এবং মাসপো গ্রুপের পৃষ্ঠপোষকতায় পাবনার পিসিসি বাজারে আজ রোববার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রোটারি ক্লাব ৩২৮১-এর ডেপুটি গভর্নর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, রোটারি ক্লাব ৩২৮১ এর গর্ভনর স্পেশাল এইড ও মাসপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী মোর্তুজা বিশ্বাস সনি, রোটারি ক্লাব অব পাবনার সাবেক প্রেসিডেন্ট ফরিদুল ইসলাম, রোটারি ক্লাব অব পাবনার প্রেসিডেন্ট খন্দকার মবিদুর রহমান সেতু, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমানসহ রোটারিয়ান, রোটার্যাক্ট, ইন্টার্যাক্টর ও আর্লি অ্যাক্টর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
© All rights reserved 2020 ® newspabna.com