শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১১:০১ অপরাহ্ন
রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার আহ্বান খালেদার
বার্তাকক্ষ : মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের সম্ভবমতো দেশে আশ্রয় দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে খালেদা জিয়া বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত হত্যাযজ্ঞ ও বর্বরতা সব সময়েই নিকট প্রতিবেশী হিসাবে বাংলাদেশকে স্পর্শ করেছে। ঘনবসতিপূর্ণ এবং লোকসংখ্যানুপাতে বাসযোগ্য জমির ক্রমসংকোচনের এ দেশে অনেক রোহিঙ্গা শরণার্থী আগে থেকেই আশ্রয় নিয়ে আছে। এতে আমাদের সামাজিক অনেক সমস্যা ভোগ করতে হচ্ছে। তা সত্বেও গণহত্যার বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জনকারী জাতি হিসেবে জীবন রক্ষায় আশ্রয় প্রার্থী রোহিঙ্গাদের মানবিক কারণে যতদূর সম্ভব আশ্রয় দেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
এসময় রোহিঙ্গাদের আশ্রয় দিতে প্রতিবেশী অন্যান্য দেশ এবং মুসলিম বিশ্বের প্রতিও তিনি অভিন্ন আহ্বান জানান তিনি।
খালেদা জিয়া বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই যে- কেবল শরণার্থীদের আশ্রয় ও সাহায্য দেয়ার মধ্যেই কোনো সমাধান নেই। রোহিঙ্গারা যাতে স্থায়ীভাবে দেশে ফিরে নিরাপত্তা ও পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করতে পারে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে আন্তর্জাতিক অঙ্গণে বলিষ্ঠ কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। এ প্রসঙ্গে বিশ্ব সমাজকেও অবিলম্বে সক্রিয় হবার এবং এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
বিএনপি চেয়ারপারসন বলেন, সংখ্যালঘু একটি জাতিগোষ্ঠীর ওপর এমন পৈশাচিক নির্মূলাভিযানে প্রতিটি বিবেকবান মানুষ স্তম্ভিত। বর্তমানে ‘রাখাইন’ নামে পরিবর্তীত এককালের স্বাধীন ও গৌরবাজ্জ্বল ঐতিহ্যমণ্ডিত আরাকান অঞ্চলে পরিচালিত এই গণহত্যা অভিযানে সরকারি বাহিনীর ছত্রছায়ায় ভিন্ন সম্প্রদায়ের দাঙ্গাবাজরাও অংশ নিচ্ছে। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে বাড়িঘর ধ্বংস করে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হচ্ছে।
গভীর পরিতাপ ও দুঃখ প্রকাশ করে খালেদা জিয়া বলেন, কোনো সামরিক জান্তা নয়, শান্তিতে নোবেল বিজয়ী এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির নেতৃত্বে পরিচালিত মিয়ানমারের প্রশাসনই এ অমানবিক সন্ত্রাসী কার্যকলাপের হোতা। যিনি নিজে দীর্ঘকাল নির্যাতীত হয়েছেন তিনি কী করে এমন পৈশাচিক তাণ্ডবকে অনুমোদন করছেন ভেবে আমরা স্তম্ভিত হচ্ছি। অনতিবিলম্বে এই জেনোসাইড বন্ধের জন্য আমি মিয়ানমার সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের এই জেনোসাইডের বিরুদ্ধে আমি আমার প্রিয় দেশবাসীসহ সারা বিশ্বের বিবেকবান মানুষদের সোচ্চার এবং নিপীড়িত রোহিঙ্গা জনগষ্ঠেীর পাশে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি।
© All rights reserved 2020 ® newspabna.com