শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৩:০৬ অপরাহ্ন
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলকে আরও তৎপর করতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ অব্যাহত থাকবে। এ কথা জানিয়েছেন মার্কিন এশিয়া বিষয়ক উপসহকারী মন্ত্রী এলিস ওয়েলস।
বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
এলিস ওয়েলস বলেন, রোহিঙ্গাদের উপর বার্মিজ সেনাদের নিপীড়নের বিষয়টি এখন বিশ্বের কাছে স্পষ্ট।
এদিকে স্বেচ্ছায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের নিশ্চয়তায়, মিয়ানমারের ওপর বিশ্ব সম্প্রদায়ের চাপ প্রয়োগ অব্যাহত রাখা খুব জরুরি বলে মত দেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র উপ-প্রশাসক বনি গ্লিক।
© All rights reserved 2020 ® newspabna.com