বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ১০:২৪ পূর্বাহ্ন
বার্তাকক্ষ : বগুড়া জেলার শেরপুর থানাধীন মাদক বিরোধী অভিযানে ৩৮৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ নুর আলম (৩৩) এবং মোঃ বাবু মিয়া (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল কোম্পানী, র্যাব-১২ সিরাজগঞ্জ এর একটি আভিযানিক দল।
আটককৃত মোঃ নূর আলম, হলেন রশিদপুর গ্রামের, মিঠাপুকুর থানার মোঃ মজিবর রহমান এর ছেলে, এবং মোঃ বাবু মিয়া, হলেন জর্দ্দলাল গ্রামের, পীরগঞ্জ থানার মোঃ তোফাজ্জল মন্ডল এর ছেলে। এ সময় তাদের নিকট ৩৮৫ পিস ফেন্সিডিল, ০৩ টি মোবাইল, ০৩ টি সিমকার্ড, চাবি ০৩ টি, ট্র্যাক ০১ টি,ও নগদ ২,৫০০/- টাকা উদ্ধার করা হয়।
স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী স্কোয়াড কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ জুলাই ২০২০ খ্রিঃ তারিখ সকাল ০৫.৪০ ঘটিকায় বগুড়া জেলার শেরপুর থানাধীন মলার বাড়ীধড় গ্রামস্থ মেসার্স মারুফা ট্রেডার্স প্রোঃ মোঃ আমিনুল ইসলাম মানিক এর ধানের মিলের সামনে বগুড়া-ঢাকাগামী রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com