সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৫:১৫ অপরাহ্ন
গত মঙ্গলবার (০২ মে) রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১২, সিপিসি-২, পাবনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মোঃ রুহুল আমিন(এক্স), বিএনভিআর এর নেতৃত্ত্বে পাবনা সদর থানার দড়ি কামালপুর গ্রামে মাদক ব্যবসায়ী মোসাঃ রিমা বেগম (২৭) এর বাড়িতে একটি অভিযান পরিচালনা করে ৫৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি নেশাজাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে।
এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ী মোসাঃ রিমা বেগম (২৭) পালিয়ে যায়। রিমার স্বামী মোঃ খলিলুর রহমান, অন্য মাদক মামলায় আগে থেকেই জেলহাজতে আটক আছে।
আসামী রিমা বেগম তার স্বামীর অবর্তমানে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল বলে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়। এ সংক্রান্তে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি
© All rights reserved 2020 ® newspabna.com