বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০১:৩৩ অপরাহ্ন
রনি ইমরান : করোনা নিয়ন্ত্রণে অঘোষিত লকডাউন তুলে নেওয়ার পরপরই পাবনার রাস্তায় বেড়িয়ে পড়েছে হাজার হাজার মানুষ। কর্মস্থল আর জরুরী গন্তব্যে ছুটছেন তারা।
রোববার (৩১ মে) পাবনার রাস্তায় রাস্তায় অসহনীয় যানজটের চিত্র চোখে পড়েছে।
কারো কারো চোখে আতঙ্ক থাকলেও সামাজিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি মেনে চলতে উদাসীনতার ছাপ স্পষ্ট।
রোববার সকাল থেকেই খুলেছে দোকানপাট, মার্কেট, অফিস। এসএসসি পরীক্ষার রেজাল্টকে কেন্দ্র করে মিষ্টির দোকানে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
সামাজিক দূরত্ব নিশ্চিত না করেই কর্মক্ষেত্রে সময় পার করেছেন বেশীরভাগ মানুষ।
পাবনা সিভিল সার্জন অফিস জানায়, ইতিমধ্যে পাবনায় সামাজিক ভাবেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।
এর আগে যখন শহর অঘোষিত লকডাউন করা হয়েছিল তখন মানুষ গ্রামে, পাড়া মহল্লায় জড়ো হয়ে ভেঙেছিল সামাজিক দূরত্ব। কোনভাবেই মানুষকে সচেতন করা যায়নি।
আর লকডাউন তুলে নেওয়ার পর স্বাস্থ্যবিধি ভেঙে পড়েছে এবার শহরে।
এখন পর্যন্ত পাবনায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জন বলে নিশ্চিত করেছেন পাবনা জেলা ডেপুটি সিভিল সার্জন ডাক্তার কেএম আবু জাফর।
পাবনায় দৈনিক গড়ে ৪০/৪৫ টি টেস্ট করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে মানুষকে আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ ও সচেতন নাগরিক সমাজ।
© All rights reserved 2020 ® newspabna.com