বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৪:৫৮ অপরাহ্ন
ছবি : প্রতিকী
নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে মো. ইসমাইল হোসেন চৌধুরী ও তার ভাই ইব্রাহীম হোসেন রতনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ মে) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামের বৈদ্দের বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা সদর উপজেলার পূর্ব বশিকপুর গ্রামের মুন্সি বাড়ির শরিফ উদ্দিনের ছেলে।
নিহতদের চাচাতো ভাই হারুনুর রশিদ জানান, সকালে ইসমাইল ও রতন বৈদ্দের বাড়ির মোড়ের একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় সিএনজি চালিত অটোরিকশায় করে চার/পাঁচজন যুবক এসে তাদের খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যান। দুর্বৃত্তদের মধ্যে একজন মুখোশধারী ছিলেন। খবর পেয়ে স্বজনরা গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আনার আগেই দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার।
এদিকে, স্থানীয়রা জানায়, রতন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার প্রতিপক্ষের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
© All rights reserved 2020 ® newspabna.com