বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৬:০১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি : পাবনাতে হঠাৎ করেই লবণ কেনার হিড়িক পড়েছে। ক্রেতারা বলছেন, তাঁরা শুনেছেন লবণের কেজিপ্রতি দর ১০০ টাকা ছাড়িয়ে যাবে। এ আশঙ্কায় তাঁরা বাড়তি লবণ কিনে রাখছেন।
এমন চিত্র চোখে পড়েছে পাবনার বিভিন্ন এলাকায়।
শিল্প মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনের বেশি ভোজ্যলবণ মজুত রয়েছে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা তিনটার পর পাবনার বিভিন্ন এলাকায় লবণের সংকট দেখা দিবে এমন একটি গুজব ছড়িয়ে পড়লে দোকান গুলোতে লবণ কিনতে প্রচুর মানুষের ভিড় দেখা যায়।
কেউ দুই কেজি, কেউ পাঁচ কেজি লবণ কিনছিলেন। এমনকি বন্ধ দোকান খুলেও অনেক বিক্রেতা লবণ বিক্রি করেন।
এদিকে গুজবে কান না দিতে এবং এই গুজবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে মাঠে নেমেছেন পাবনা জেলা প্রশাসন। পরিচালিত হচ্ছে ভ্রাম্যমান আদালত।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার অনেক স্থানেই অতিরিক্ত দামে লবণ বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালাত অনেক ব্যবসায়ীকে অর্থ জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন।
জেলা প্রশাসনের তরিৎ সিদ্ধান্তে পাবনার প্রায় প্রত্যেকটি বাজারে লবণের দাম আবার স্বাভাবিকে নেমে এসেছে। এতে করে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
পাশাপাশি গুজবে কান না দিতে স্থানীয় মাইক ব্যবহার করে সর্তক করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ নিউজ পাবনাকে জানান, ‘বাজারে লবনের দাম স্বাভাবিক আছে কেউ গুজবে কান দেবেন না।’
এদিকে পাবনা জেলা যুবলীগের একটি টিম গুজবের বিরুদ্ধে বিভিন্ন প্রচার চালাচ্ছেন।
লবণসংক্রান্ত বিষয়ে তদারকির জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রধান কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর নম্বর হচ্ছে: ০২-৯৫৭৩৫০৫ (ল্যান্ড ফোন), ০১৭১৫২২৩৯৪৯ (সেল ফোন)।
লবণসংক্রান্ত যেকোনো তথ্যের প্রয়োজনে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।
© All rights reserved 2020 ® newspabna.com