মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৯:৫৮ অপরাহ্ন
লালপুরে পদ্মা নদীতে জেলের জালে কুমির !
লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়ার নওসারা সুলতানপুর এলাকায় পদ্মা নদীতে আজমত আলী নামের একজন জেলের জালে প্রায় পাঁচ ফুট লম্বা একটি কুমির ধরা পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলেরা প্রতিদিনের ন্যায় পদ্মা নদীতে মই জাল দিয়ে মাছ ধরছিল।
এ সময় আজমত আলীর মই জালে ওই কুমিরটি আটকা পড়ে। পরে অন্যান্য জেলেদের সহযোগিতায় কুমিরটি ধরে উপজেলার বিলমাড়ীয়ার ছোট একটি পুকুরে রাখা হয়েছে।
কুমিরটি দেখতে এলাকার উৎসুক নারী-পুরুষ ভিড় জমাচ্ছেন।
লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবু তাহের, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা এমরান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
© All rights reserved 2020 ® newspabna.com