সোমবার, ০১ মার্চ ২০২১, ১১:০০ অপরাহ্ন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’। শনিবার সকাল ১১টার দিকে স্থানীয় মাদ্রাসা শিক্ষক সাদ্দাম হোসেনের ওড়ানো লাল কাপড় দেখে ট্রেনটি থামান চালক। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ট্রেনের যাত্রীরা।
স্থানীয় রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে উল্লাপাড়া রেলস্টেশন থেকে ৪০০ গজ পূর্বে রেলসেতুর পশ্চিম পাশে রেললাইনে ফাটল দেখেন স্থানীয় মাদ্রাসা শিক্ষক সাদ্দাম হোসেন। সাহারুল নামের এক ছেলের সহযোগিতায় তিনি বাড়ি থেকে দ্রুত একটি লাল কাপড় নিয়ে রেললাইনের উপর আড়াআড়ি টানিয়ে দাঁড়িয়ে যান। কিছুক্ষণের মধ্যে ঢাকা থেকে ছেড়ে আস নীলসাগর এক্সপ্রেস সেখানে পৌঁছে এবং লাল পতাকা দেখে দাঁড়িয়ে যায়। এতে দুর্ঘটনা রক্ষা পান ট্রেনের প্রায় সাড়ে ৩’শ যাত্রী। সাদ্দাম হোসেন চর ঘাটিনা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, সাদ্দাম হোসেনের বুদ্ধিতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে নীলসাগর এক্সপ্রেস। তিনি আরও জানান, ‘ঘটনাটি জানার পর দ্রুত রেল লইনটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হয় এবং প্রায় আধা ঘন্টা পর ট্রেনটি ছেড়ে যায়।’
© All rights reserved 2021 ® newspabna.com