সোমবার, ০১ মার্চ ২০২১, ০৬:৩১ অপরাহ্ন
উপজেলা করেসপন্ডেন্ট : পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করার সময় লোহার মই মাথায় পড়ে সেলিম মোল্লা (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম মোল্লা পাকশীর নতুন রূপপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত নুর আলী মোল্লার ছেলে। তিনি রূপপুর প্রকল্পের রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান নিকিমথ কোম্পানিতে কর্মরত ছিলেন।
রূপপুর প্রকল্প সূত্র জানায়, বুধবার রাত পৌনে ১২ টার দিকে শ্রমিক সেলিম মোল্লা নিকিমথ কোম্পানির ৪ নম্বর ব্লকে কাজ করছিলেন।
এসময় হঠাৎ করেই নির্মাণ কাজে ব্যবহৃত রিগ্যাল (লোহার মই) ছিটকে এসে তার মাথার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
© All rights reserved 2021 ® newspabna.com