মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০১:৪২ পূর্বাহ্ন
তাসকিন আহমেদ। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন ঘটে এই পেস বোলারের। অভিষেকেই দারুণ চমক দেখান তিনি। তার আক্রমনাত্মক বোলিংয়ে দাঁড়াতেই পারেননি ক্যামেরন হোয়াইট-গ্লেন ম্যাক্সওয়েলের মত ব্যাটসম্যানরা।
আবার সেই সোনালি দিনের পুনরাবৃত্তির অপেক্ষায় তাসকিন। এবারের টো-টোয়েন্টি বিশ্বকাপেও তার সামনে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তাই তো আত্মবিশ্বাসটাও একটু বেশি। সোমবার মূল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অসিদের মুখোমুখি হবে টাইগাররা। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তাসকিন লিখেছেন, আমাদের পরবর্তী খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ মার্চ। ইনশাল্লাহ আমরা শক্তভাবেই ‘কাম-ব্যাক’ করবো।
দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, নিশ্চয় দেশবাসী আমাদের আগের মতোই দোয়া করে যাবেন, আমরাও আমাদের সেরাটা দেওয়ার সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে আটটি উইকেট শিকার করেছেন তাসকিন।
© All rights reserved 2021 ® newspabna.com